Document
চর্চা

চর্চা করো নিজের গতিতে

আমরা মনে করি সবার বোঝার ক্ষমতা এক রকম নয় তাই আমাদের নীতিবাক্য "চর্চা করো নিজের গতিতে" আমরা বিশ্বাস করি আমাদের প্লাটফরম ব্যবহার করার মাধ্যমে একটি শিক্ষার্থী তার নিজের মতো করে পরীক্ষা দিতে পারবে লেখাপড়াটা নিজের মতো করে গুছিয়ে রাখতে পারবে

করোনা ভাইরাস এ শিক্ষার অবস্থা

বর্তমানে এই pandemic এর সময় আমরা অনেক পিছিয়ে পরেছি গতানুগতিক শিক্ষা ব্যবস্থা থেকে এখন আমাদের এই অবস্থান থেকে বের হয়ে আশতে সাহায্য করতে পারে চর্চা আমরা মনে করি Corona Virus আমাদের কিছু শিখিয়ে থাকলে তাহলো ইন্টারনেট এর আত্ত বিশাল পরিধি কে কিভাবে আমরা কাজে লাগাতে পারি সেই চিন্তা থেকেই আমরা মনে করি আমরা সফল

মেরিট পজিশন যাচাই করা

অনেক মনে করতে পারেন সবাইতো আর প্রথম হবেন না তাহলে যে এখন 1000 Position এ আছে তার কি মন খারাপ হবে না? আসলে কথাটা একদিক থেকে ঠিক কিন্তু আমরা যদি কে কত ভাল টা তুলে না ধরি তাহলে সেই ছাত্র যে এত্ত পরিসরম করলো তার কি হবে? আমাদের মনে হয় সবাইকে প্রথম হতে হবে না কিন্তু চেষ্টা করা জরুরি

নিজের অবস্থান যাচাই করো

যে কোন সময় নিজের Real Time গ্রাফ দেখার ব্যবস্থা ও এর মাধ্যমে নিজের সবলতা দুর্বলতা বুঝার মাধ্যমে নিজের লেখাপড়াটাকে অগ্রসর করা